বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘জিডিএন সাস্ট’-এর উদ্যোগে দিনব্যাপী এই ফেস্টের আয়োজন করা হয়।
শনিবার (০৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামন থেকে এ উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করে সংগঠন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, ড. চৌধুরী আবুল এনাম রাশেদ এবং সংগঠনটির সভাপতি সাইদুর রহমান।
পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে দিনব্যাপী এ ফেস্টের ‘প্রো-প্রেজেন্টেশন’, ‘অনলাইন স্পিচ কম্পিটিশন’ ও ‘এপটিচিউড টেস্ট’ এর প্রতিযোগিতা শুরু হয়।
অন্যদিকে, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে ছিলেন ইস্ট-ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রধান নির্বাহী (সিইও) শিব্বির আহমেদ, ক্যাপস্টোন এডুকেশনের পরিচালক ও সিইও শাহরিয়ার আহমেদ সাদিব প্রমুখ।
সংগঠনটির সহ সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বাংলানিউজকে বলেন, বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে অনুষ্ঠানের সমাপনী হবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে ইস্ট-ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ক্যাপস্টোন এডুকেশন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
টিএ