এর মধ্যে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যা আবেদনকারীদের ৯৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান জানান, এ বছর ৫ বছর মেয়াদী ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং ৪ বছর মেয়াদী কৃষি অনুষদে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সোমবার (১১ মার্চ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীরা বুধবার (১৩ মার্চ) থেকে ভর্তি হতে পারবেন।
বাংলাদেশসময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমআরএম/এমএ