বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে দুইদিনব্যাপী এ চাকরি মেলা শুরু হবে। শনিবার (৯ মার্চ) বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে সংবাদ সম্মেলন করে ক্লাবের সদস্যরা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চাকরি প্রার্থীরা সরাসরি তাদের পছন্দের প্রতিষ্ঠানে বা ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে সিভি জমা দিতে পারবেন। মেলার শেষদিন বৃহস্পতিবার (১৪ মার্চ) বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবেন। বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে চাকরি প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হবে।
মেলায় ঢাকা ও রাজশাহীর ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা উপলক্ষে ডিনস কমপ্লেক্স ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার টিএসসিসিতে বিভিন্ন বিষয়ে সাতটি সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রোকসানা বেগম, সভাপতি শেখ আরিফুজ্জামান, সমন্বয়ক মো. কামরুল হাসান, মিডিয়া উইংয়ের পরিচালক হাফিজ আল আসাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসআই