শনিবার (৯ মার্চ) রাত ৮টায় ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত ‘টুয়েলভ্ অ্যাংরি মেন’ নাটকের মধ্য দিয়ে নাট্যপার্বণ শুরু হয়।
নাট্যপার্বণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম।
১০ মার্চ দৃশ্যপটের প্রযোজনায় থাকছে নাটক ‘সক্রেটিসের জবানবন্দী’, ১১ ও ১২ মার্চ জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘আজ কমলের ফাঁসি’ এবং ‘বাজাও পাঞ্চজন্য’, ১৩ মার্চ সুবচন নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘মহাজনের নাও’ এবং ১৪ মার্চ পার্বণের শেষ দিন আরন্যক নাট্যদল প্রযোজিত নাটক ‘রাঢ়াও’ মঞ্চায়িত হবে।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমজেএফ