ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি থিয়েটারের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
ইবি থিয়েটারের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’

ইবি: ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ নাটক মঞ্চায়নের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুকে দেখলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। নাটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি আত্মত্যাগের বিষয়টি ফুটে ওঠে।

এছাড়াও বঙ্গবন্ধুর সর্বাত্মক আন্দোলনের ডাক, মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বদেশ প্রত্যাবর্তনসহ মুক্তিযুদ্ধের সময় চলমান নির্যাতনের বিভিন্ন চিত্র প্রদর্শিত হয়।

বুধবার (২৮ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের পরিবেশনায় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে বাংলা মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।

 

ইবি থিয়েটারের সদস্য কৌশিক আহমেদের রচনা ও নির্দেশনায় নাটকটিতে কুশীলব ছিলেন বঙ্গবন্ধু চরিত্রে অনি আতিকুর রহমান, পাকিস্তানি শাসক ইয়াহিয়া চরিত্রে নুরুজ্জমান সাগর, পাক মিলিটারি চরিত্রে ইমরান, মোসাদ্দিক।

এছাড়াও কথক চরিত্রে কৌশিক ও মোনালিসা, ঘোষক চরিত্রে নিশাত উর্মি, কোরাস চরিত্রে ইমরান, নাহিদ, ফহিম, শিমু, ইশতিয়াক প্রমুখ।  

বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের কার্যনির্বাহী সদস্য রুমি নোমানের সঞ্চালনায় এবং শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রশিদ আসকারী।  

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।