ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে রোভার সদস্যের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
জাবিতে রোভার সদস্যের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রোভার স্কাউট গ্রুপের সদস্যদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রোভার সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সিনিয়র রোভারমেট খলিলুর রহমান বলেন, ঘটনার চারদিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।

আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি। কিন্তু প্রসাশন অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ না নিয়ে বরং সমঝোতার চেষ্টা করেছে।  

‘এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা মানববন্ধন করছি। আমাদের প্রতিবাদের মুখেই ভারপ্রাপ্ত প্রক্টর আজ (বৃহস্পতিবার) বিকেলেও আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা দ্বিতীয় শিফট থেকে দায়িত্বপালনে (বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার) যোগ দিয়েছি। ’

এছাড়া ঘটনার সুষ্ঠু বিচার না হলে চলমান ভর্তি পরীক্ষায় দায়িত্বপালন থেকে রোভার সদস্যরা বিরত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘তারা আজ মানববন্ধন করবে সেটা আমাদের জানায়নি। জানালে তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলতাম। আমরা জেনেছি তিনজন শিক্ষার্থী তাদের সদস্যদের লাঞ্ছিত করেছে। অভিযুক্তদের শোকজ করেছি। স্বাভাবিক নিয়ম হলো শোকজ করার সাত দিনের মধ্যে তারা তাদের বক্তব্য জানাবে। তবে যেহেতু তারা (রোভার সদস্যরা) বলছে বিষয়টার দ্রুত সমাধান করার, সেহেতু আজকে আবারো তাদের সঙ্গে বসবো। ’

এর আগে গত রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর দিন দায়িত্বরত রোভার সদস্যদের লাঞ্ছিত করেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী রাফিদ, কাইয়ুম ও আরিফ।  

পরবর্তীতে রোভার সদস্যদের লাঞ্ছিত করার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান হাসানের কাছে লিখিত অভিযোগ দেন রোভারের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, গত রোববার ‘এ’ ইউনিটের পরীক্ষা চলছিল। দুপুর দুইটায় নতুন কলা ভবনে চতুর্থ শিফটের পরীক্ষায় অংশ নিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভবনে প্রবেশ করছিলেন। এসময় দর্শন বিভাগের শিক্ষার্থী রাফিদ অনুষদ ভবনে প্রবেশের চেষ্টা করে। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্কাউট সদস্যরা তাকে বাধা দিলে তিনি তাদের ওপর চড়াও হন। এসময় রাফিদ স্কাউট সদস্যদের অশ্রাব্য ভাষায় গালাগালি করেন।  

পরে ভবনে ঢুকতে ব্যর্থ হয়ে রাফিদ তার বন্ধু কাইয়ুম ও আরিফকে ডেকে আনেন। এরপর তারা তিনজনই স্কাউট সদস্যদের ওপর হামলা করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।