ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বই পড়ার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
বই পড়ার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

গাইবান্ধা: বই পড়ার বিকল্প নেই উল্লেখ করে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদরের রাধাকৃষ্ণপুর এসকেএস ইনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

ডেপুটি স্পিকার বলেন, কল্পনা না থাকলে মানুষ কখনো বড় হতে পারে না।

আর বই পড়লে সেই কল্পনার জগৎ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের সব ধরনের বই পড়তে হবে। পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন বিষয়ের ওপর লেখা ‘আউট’ বই পড়তে হবে।

আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাডভাইজার (অপারেশন) ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম ও জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ তৌহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- আশার উপদেষ্টা ফয়জার রহমান, পরিচালক হামিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট তিন লাখ ৮০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।