ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শর্তসাপেক্ষে মুক্ত আলোচনায় বসছেন বুয়েট ভিসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
শর্তসাপেক্ষে মুক্ত আলোচনায় বসছেন বুয়েট ভিসি বুয়েট ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ফাহাদ হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে আলোচনায় বসছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলাম। বিকেল ৫টায় বুয়েটের অডিটোরিয়ামে এ আলোচনা শুরু হবে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে বুয়েট ক্যাম্পাসে একথা জানান আন্দোলনকারীরা।  

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা বলেন, ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়ে চলমান আন্দোলন প্রসঙ্গে প্রথমে একান্তে কথা বলতে চেয়েছিলেন ভিসি।

কিন্তু, যেহেতু এ আন্দোলন সব শিক্ষার্থীদের; তাই শুধু প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবে আমরা রাজি হইনি। আমরা জানিয়েছি, ওপেন প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে কথা বলতে হবে। সেখানে মিডিয়াকর্মীরাও উপস্থিত থাকবেন।

আন্দোলনকারীরা গণমাধ্যমকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশনা উপস্থাপন করে বলেন, আলোচনা চলাকালে আপনারা কেউ লাইভে যাবেন না এবং কোনো প্রশ্ন করবেন না। এটা ভিসি স্যারের অনুরোধ। আলোচনা শেষ হওয়ার পরে ভিডিও ফুটেজ প্রচার করতে পারবেন।

ভিসির সঙ্গে আলোচনা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চান আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।