ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
বেরোবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

বেরোবি, (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম এ তথ্য জানান।  

তিনি বলেন, প্রতিদিন চারটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ১০ নভেম্বর ‘অ’ ইউনিট, ১১ নভেম্বর ‘ই’ ইউনিট, ১২ নভেম্বর ‘ঈ’ ও ‘ঋ’ ইউনিট এবং ১৩ নভেম্বর ‘উ’ ও ‘ঊ’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।

ভর্তি পরীক্ষার ১ম শিফট সকাল ৯টা থেকে ১০টা,  ২য় শিফট বেলা ১১ থেকে দুপুর ১২টা, ৩য় শিফট দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং ৪র্থ শিফট বিকেলে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।  

ভর্তি পরীক্ষা চলাকালীন তিনটি আবাসিক হলে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা অবস্থান করতে পারবেন। ক্যাম্পাসের শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরি এবং আবাসিক হলসমূহে ভর্তি পরীক্ষার্থী ও কোনো অতিথি অবস্থান করতে পারবেন না।

এর আগে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত ৩ অক্টোবর শুরু হয়ে ২৫ অক্টোবর শেষ হয়। এতে ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করে ৭৭ হাজার ৭২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। কলা অনুষদভুক্ত ‘অ’ ইউনিটে ১৯৫টি আসনের বিপরীতে আবেদন করে ২০ হাজার ৭৯২ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে আবেদন করে ২৩ হাজার ৯২ জন, বিজনেস স্টাডিজ অনুষভুক্ত ‘ঈ’ ইউনিটে ২৪৫টি আসনের বিপরীতে আবেদন করে ৯ হাজার ৮৭৫ জন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘উ’ ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে আবেদন করে ৮ হাজার ৮৬০ জন,  প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ঊ’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে আবেদন করে ৬ হাজার ৯১৫ জন এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঋ’ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করে ৮ হাজার ১৯০ জন।  

ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্নকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা স্বাক্ষর এবং ছবি ভুল করেছেন, তারা আগামী ১ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন।  

এছাড়া যেসব ভর্তিচ্ছু ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে আগ্রহী তাদের আগামী ৩ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।  

ভর্তি পরীক্ষার রুটিন, প্রবেশপত্রসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (brur.ac.bd) এর মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।