ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে সিলেট বোর্ডে অনুপস্থিত ২৯৯৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
জেএসসিতে সিলেট বোর্ডে অনুপস্থিত ২৯৯৬

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনে সিলেট বোর্ডে ২ হাজার ৯৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কেউ বহিষ্কার হয়নি।

শনিবার (২ নভেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বোর্ডের অধীনে সিলেট জেলায় ৫৬ কেন্দ্রে ৫০ হাজার ১৪২ পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৪৯ হাজার ১৮২ জন।

অনুপস্থিত ছিল ৯৬০ জন।

হবিগঞ্জে ২৯ কেন্দ্রে ৩০ হাজার ১৯ পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ১৭৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৮৪৩ জন।

মৌলভীবাজারে ২৫ কেন্দ্রে ২৯ হাজার ২০৬ জনের মধ্যে ২৮ হাজার ৭০৯ শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৪৯৭ জন।

সুনামগঞ্জে ২৯ কেন্দ্রে ২৮ হাজার ৭৪২ জনের মধ্যে ২৮ হাজার ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ৬৯৬ জন।

এদিন সকাল ১০টায় সিলেট বোর্ডের অধীনে একযোগে ১৩৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় মোট ১ লাখ ৫৬ হাজার ৪৫৩ শিক্ষার্থী ছিল। এরমধ্যে ৬৭ হাজার ১০২ জন ছাত্র ও ৮৯ হাজার ৩৫১ জন ছাত্রী। বোর্ডের অধীনে ১ লাখ ৩৫ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।