ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসির প্রথমদিনে ভোলার অনুপস্থিত ১৪১৭, বহিষ্কার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
জেএসসির প্রথমদিনে ভোলার অনুপস্থিত ১৪১৭, বহিষ্কার ২

ভোলা: সারা দেশের মতো ভোলায় শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলার ২৫টি জেএসসি, ১৫টি জেডিসি ও ৮টি ভোকেশনাল কেন্দ্রে একযোগে শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।

জেএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ৩২ হাজার ৭২১ জন। যাদের মধ্যে জেএসসিতে ২০ হাজার ৮৩৭ জন, জেডিসিতে ১০ হাজার ৫৪৪ এবং ভোকেশনালে ১৩৪০ জন।

মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো এক হাজার ৪১৭ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে জেএসসিতে ৬৫২ জন, জেডিসিতে  ৫৯৪ এবং ভোকেশনালে ১৩১ জন।

এছাড়াও জেলার লালমোহন উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষায় নকলের অভিযোগে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে পরীক্ষা কেন্দ্রেগুলোতে নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।