২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’-শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।
সোমবার (১৮ নভেম্বর) ইন্টারন্যাশনাল এডুকেশন উইক উপলক্ষে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।
১৮-২২ নভেম্বর যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর ও যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তর যৌথভাবে ইন্টারন্যাশনাল এডুকেশন উইক উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর হার যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে। ৮ হাজার ২৪৯ শিক্ষার্থীর মধ্যে গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২৭৮ জন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ৭৫ শতাংশই সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিকস ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন।
বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
টিআর/এইচএডি