ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শীতকালীন ছুটির সময় পরিবর্তন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
শাবিপ্রবিতে শীতকালীন ছুটির সময় পরিবর্তন

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শীতকালীন ছুটির সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসন্ন শাবিপ্রবির তৃতীয় সমাবর্তনের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য শীতকালীন ছুটিতে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

ইশফাকুল হোসেন বলেন, একাডেমিক ক্যালেন্ডারে শীতকালীন ছুটির সময়সূচি ছিল ২০১৯ সালের ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে তা পরিবর্তন করে ২০২০ সালের ৫ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২০ সালের ৮ জানুয়ারি। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।