গত ২৮ নভেম্বর আইইউবিএটির ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার আয়োজনে ছিল আইইউবিএটি রোবটিক্স ক্লাব এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ।
বাংলাদেশের জোনাল প্রোগ্রামটি স্পন্সর করেছিল দেশের শীর্ষস্থানীয় আগ্নিনির্বাপক ও নিরাপত্তা প্রতিষ্ঠান মাল্টিসিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেড, মুভিং পার্টনার হিসেবে ছিল ট্রাক লাগবে। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে ছিল- সময় টিভি, রেডিও ৭১ ও কালের কণ্ঠ।
একদিনের রোবট যুদ্ধের এই প্রতিযোগিতায় টিম লাস্ট নাইট ও ওয়ালই-জুনিয়র আলাদাভাবে দুইটি সেগমেন্টে চ্যাম্পিয়ন এবং টিম ফিউরিয়াস রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মাল্টিসিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. শাহজাহান সাজু ও উইন্ডি গ্রুপের সিইও এসএম সাইফুল ইসলাম।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটি রোবটিক্স ক্লাবের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ড. বিশ্বজিৎ সাহা।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসএ/