ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্টামফোর্ডে ঐতিহাসিক ৭ মার্চ পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
স্টামফোর্ডে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ঢাকা: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

মঙ্গলবার (৯ মার্চ) ওই ইউনিভার্সিটি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (৭ মার্চ) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এরপর পরই ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

বিকেল ৩টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে ‘তারুণ্যের ভাবনায় ঐতিহাসিক ৭ মার্চ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য রুমানা হক রিতা।

বিকেল ৪টায় অনলাইনে ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মুহাম্মদ আলী নকী।

সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার।

আলোচনা অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।