ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে মশিউর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে মশিউর রহমান

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

মঙ্গলবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে রুটিন দায়িত্ব দিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়।


 
আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. হারুন-অর-রশিদের মেয়াদ গত ৫ মার্চ পূর্ণ হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করবেন।
 
জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, অধ্যাপক ড. মো. মশিউর রহমান ২০১৭ সালের ৯ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।