জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন। বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বপ্নকে ধারণ করেছিলেন।
বুধবার (১৭ মার্চ) দিনগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপাচার্য বলেন, সাম্প্রতিককালে প্রকাশিত বঙ্গবন্ধুর তিনটি গ্রন্থে তার মৌলিক ও জাতি-দরদী পরিচয়টি আরও পরিস্ফুট হয়েছে। গ্রন্থগুলো পাঠ করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে চিনতে ও জানতে পারবে। বঙ্গবন্ধু সবার প্রতি সহনশীল ও স্নেহশীল ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার ও অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
আরবি