ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবির ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

শনিবার (২০ মার্চ) বেলা ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মো. নাসির উদ্দীন, সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নুর ই আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য নিয়োগ হওয়ার আগ পর্যন্ত অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।