নীলফামারী: যুব সমাজকে কারিগরি দক্ষতা এবং প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে কর্ম উপযোগী করে তোলার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে টেকনিক্যাল স্কুল চালু করেছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)।
রোববার (২১ মার্চ) সকালে এমএসএস সৈয়দপুরের কামারপুকুরে কমিউিনিটি বেইজড রিসোর্স সেন্টারে (সিবিআরসি) আনুষ্ঠানিকভাবে এই স্কুলের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুরের উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএসএসের নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শ্রী প্রনোবেশ চন্দ্র বাগচী, কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার দাস।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মৌসুমী রায়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এমএসএসের জোনাল ম্যানেজার অনিমেশ আচার্য ও কামারপুকুর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী রেয়াজুল ইসলাম। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি ফিতা কেটে স্কুলটির উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসআরএস