খাগড়াছড়ি: শিক্ষার্থীদের পড়াশোনার বাইরে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ উদ্যোগে মুজিব শতবর্ষ বার্ষিক স্কাউট তাবুবাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা।
এসময় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুজ্জামানসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী চলা এই ক্যাম্পে রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি’র মোট ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তিনটি প্লাটুনে তাঁরা তাবুবাস, হাইকিং, ক্যাম্প ফায়ারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন। এছাড়া ১৩ জন স্কাউট দীক্ষা গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এডি/কেএআর