ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আমেরিকাভিত্তিক আন্তর্জাতিক কনফারেন্সের কো-হোস্ট ফেনী ইউনিভার্সিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
আমেরিকাভিত্তিক আন্তর্জাতিক কনফারেন্সের কো-হোস্ট ফেনী ইউনিভার্সিটি ...

ফেনী: ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে সহযোগী-আয়োজক নির্বাচিত করেছে আমেরিকাভিত্তিক অ্যাকাডেমিক ও রিসার্চ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাকাডেমিসিয়ান, আইএএএসএসই (IAASSE)।  

৬ষ্ঠ আন্তর্জাতিক এই কনফারেন্সের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘অ্যাডভান্সেস ইন ইন্টারনেট অব থিংস অ্যান্ড কানেক্টেড টেকনোলোজিস, আইসিআইওটিসিটি-২০২১’।

 

৩১ জুলাই এই কনফারেন্সের আয়োজক হিসেবে থাকবে ভারতের পাটনায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টকনোলোজি।

ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এরশাদুল হক জানান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাকাডেমিসিয়ান, আইএএএসএসই আমাদের ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স অ্যাডভান্সেস ইন ইন্টারনেট অব থিংস অ্যান্ড কানেক্টেড টেকনোলোজিস (আইসিআইওটিসিটি), ২০২১ এ কো-হোস্ট হিসেবে নির্বাচিত করেছে। এটি একটি মর্যদাপূর্ণ আন্তর্জাতিক কনফারেন্স। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাপত্র নির্বাচিত হলে এসএসআরএন ডিজিটাল লাইব্রেরি, ই-জার্নাল, স্প্রিংজার বুক সিরিজ, স্কুপাস ইনডেস্ক জার্নালে প্রকাশিত হবে।

ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ বলেন, এমন একটি মর্যদাপূর্ণ আন্তর্জাতিক কনফারেন্সের জন্য আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে সহযোগী-আয়োজক নির্বাচিত করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। ফেনী ইউনিভার্সিটি আন্তর্জাতিক নানা পরিমন্ডলেও ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।