ঢাকা: করোনাকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির নির্বাচন না করতে নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বুধবার (২৪ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, করোনাকালীন গভর্নিং বডির নির্বাচন করার কোনো সুযোগ নেই বিধায় অনলাইনে এডহক কমিটি গঠনের অনুমতি চেয়ে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হলো।
সবশেষ ২০১৯ সালের ২২ এপ্রিল নির্বাচন হয় এবং কমিটির প্রথম সভা হয় ৮ মে। সে অনুযায়ী আগামী ২২ এপ্রিল দুই বছর মেয়াদি কমিটির মেয়াদ পূর্তি হবে। বর্তমানে আবু হেনা মোরশেদ জামান গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন। এরআগের মেয়াদেও তিনি সভাপতি ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গভর্নিং বডির অনেকেরই বাচ্চা স্কুল-কলেজে পড়ে না। ফলে তাদের গভর্নিং বডিতে থাকা অবৈধ। তবে বর্তমান সভাপতি এবং অধ্যক্ষ করোনাকালে ভোট করার জন্য তোড়জোড় শুরু করে।
এ নিয়ে অভিভাবকরা নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে প্রশাসনের কাউকে দিয়ে এডহক কমিটি গঠনের অনুরোধ জানিয়েছে আসছিলেন। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডে সব বেসরকারি প্রতিষ্ঠানে গভর্নিং বডির নির্বাচন বন্ধের দাবি জানিয়ে আসছিলো।
আইডিয়াল স্কুলে এ করোনাকালেও শিক্ষক নিয়োগ দিতে উদ্যোগ নেওয়া হয়। টাকার বিনিময়ে নিয়োগ বন্ধে অভিভাবকেরা দাবি জানিয়ে আসছিলো।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমআইএইচ/ওএইচ/