ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদ্যালয়ে তোলা হয়নি জাতীয় পতাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
বিদ্যালয়ে তোলা হয়নি জাতীয় পতাকা!

কুষ্টিয়া: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠান করার কথা থাকলেও হয়নি কোনো অনুষ্ঠান। সেই সঙ্গে তোলা হয়নি জাতীয় পতাকাও।

শুক্রবার (২৬ মার্চ) সকালে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে গিয়ে স্কুল তালা দেওয়া দেখে তারা যার যার মতো বাড়ি ফিরে যায়।

কয়েকজন শিক্ষার্থী জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টায় স্কুলে উপস্থিত হওয়ার জন্য বলা হয়। কিন্তু আমরা স্কুলে গিয়ে দেখি স্কুল বন্ধ, তালা দেওয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী বলেন, বিদ্যালয় মাঠে একই দিনে এলাকাবাসী ও বিদ্যালয়ের অনুষ্ঠান থাকার কারণে আমরা অনুষ্ঠান করছি না। যারা অনুষ্ঠান করছে তারাই পতাকা তুলবে।

এদিকে তাৎক্ষণিক বিষয়টি ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাসের নজরে এলে তিনি জাতীয় পতাকা কিনে বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন।

জসিম উদ্দিন বিশ্বাস বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় অনুষ্ঠান পালন করেনি। জাতীয় পতাকাও উত্তোলন করেনি। এটা রীতিমতো সরকারকে অবমাননা করা।
আমার ইউনিয়নের মধ্যে এবং জাতীয় দিবস হওয়ায় নিজের দায়বদ্ধতায় আমি তাৎক্ষণিক জাতীয় পতাকা উত্তোলন করি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।