ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিবন্ধীরা উপবৃত্তি পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
প্রতিবন্ধীরা উপবৃত্তি পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি):  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সংখ্যালঘু সম্প্রদায়ের অনুসারী এবং প্রতিবন্ধীরা উপবৃত্তি পাবে। এর জন্য নির্ধারিত ফরমের মাধ্যমে করতে হবে দরখাস্ত।

 

সোমবার (০৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে এ সংক্রান্ত একটি বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওহিদুজ্জামান বলেন, ২০২০-২০২১ অর্থ বছরে সংখ্যালঘু সম্প্রদায় (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান), সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী, অটিস্টিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা রয়েছে তাদের উপবৃত্তির জন্য নির্ধারিত ফরমে ৮ এপ্রিলের মধ্যে দরখাস্ত জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।