ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা সংকট নিরসনে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার দাবি জবি নীলদলের

জবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ৯, ২০২১
শিক্ষা সংকট নিরসনে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার দাবি জবি নীলদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

জবি: করোনাকালীন সংকট উত্তরণে অনলাইন কিংবা বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীলদল (একাংশ)। এরই পরিপ্রেক্ষিতে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রোববার (৯ মে) জবি নীলদল (একাংশ) সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন ও সাধারণ সম্পাদক ড. সিদ্ধার্থ ভৌমিক এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ০৬ মে জবি নীলদলের কার্যনির্বাহী সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের আলোকে আমরা শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। করোনাকালীন সংকট উত্তরণে অনলাইন কিংবা বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। একইসঙ্গে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।