ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফাহাদ হত্যা: ক্লাসে বহিষ্কৃত বিটু, প্রতিবাদে কর্মসূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ২৬, ২০২১
ফাহাদ হত্যা: ক্লাসে বহিষ্কৃত বিটু, প্রতিবাদে কর্মসূচি আবরার ফাহাদ

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে মারার ঘটনায় আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটু অনলাইন ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টায় বুয়েট ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হবে।

 

শিক্ষার্থীরা জানান, আশিকুল ইসলাম বিটুর চলমান টার্মের কোর্স রেজিস্ট্রেশন বাতিল এবং সে যেন বুয়েট ক্যাম্পাসে ফেরত আসতে না পারে তা নিশ্চিত করতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। বিটুর ক্লাসে অংশগ্রহণের পর শিক্ষার্থীরা জুমে প্রোফাইল পিকচার পরিবর্তন করে প্রতিবাদ জানান।  

পুনরায় স্থায়ী বহিষ্কার করতে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারকে চিঠি দেয় তারা। অনথ্যায় ক্লাস বর্জনের মতো কর্মসূচিতে যাওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় আন্দোলনের মুখে ফুটেজ দেখে ডিসেম্বরের ১ তারিখ তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে। তালিকার ১৭ নম্বরে ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের আশিকুল ইসলাম বিটু।
 
বুয়েট প্রশাসন সূত্র জানায়, হাইকোর্টের আদেশের কপি নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ক্লাসে অংশগ্রহণ করার অনুমতি চেয়ে আবেদন করেন বিটু। পরে ৪ এপ্রিল এটি গৃহীত হয় এবং ২২ মে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে।

এরপর বিটুর সঙ্গে ক্লাস না করা, ক্যাম্পাস শেয়ার না করার কথা জানিয়ে ফের বহিষ্কারের দাবিতে চিঠি দেয় শিক্ষার্থীরা।  

এ বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আদালতের নির্দেশনা নিয়ে সে ক্লাসে অংশগ্রহণ করেছে।  

বহিষ্কৃত শিক্ষার্থী কীভাবে ক্লাসে অংশগ্রহণ করে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নির্দেশনা তো সবাইকে মানতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ২৬, ২০২১
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।