ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দাবি না মানলে ক্লাস বর্জনের ঘোষণা বুয়েট শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মে ২৭, ২০২১
দাবি না মানলে ক্লাস বর্জনের ঘোষণা বুয়েট শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: আবরার ফাহাদ হত্যা মামলার আসামি বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর অনলাইন ক্লাসে অংশগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিটুর কোর্স রেজিস্ট্রেশন বাতিল ও আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার জন্য স্থায়ীভাবে বহিষ্কৃত কেউ যাতে আর একাডেমিক কার্যক্রমে ফিরতে না পারে সেটা ২৯ মে’র মধ্যে কার্যকর করার কোনো পদক্ষেপ না নিলে ৩০ মে থেকে সব একাডেমিক কার্যক্রম বর্জন করার ঘোষণা দেন তারা।



বৃহস্পতিবার (২৭ মে) ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ১৭ ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী আলী আহমেদ মোয়াজ।  

তিনি বলেন, আশিকুল ইসলাম বিটুর সঙ্গে একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে কোনো শর্তেই আমরা ইচ্ছুক নই– এই মর্মে বুয়েট প্রশাসনের কাছে আমরা দাবি উত্থাপন করি। প্রশাসন দ্রুততম সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আশিকুল ইসলাম বিটুর কোর্স রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি। তাই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না এবং কোর্সগুলোতে তার অন্তর্ভুক্তি বাতিল করা হয়েছে।  

অবিলম্বে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে বুয়েট প্রশাসন আপিল করবে বলেও আমাদের আশ্বাস দেওয়া হয়।

মোয়াজ বলেন, আমাদের প্রত্যাশা ২৯ মে’র মধ্যে  বুয়েট প্রশাসন আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবেন। কোনো কারণে এই সময়ের মধ্যে আপিল করতে না পারলে, আপিল করার প্রতিশ্রুতি একটি গ্রহণযোগ্য সময়সীমাসহ অফিসিয়াল বিবৃতি/নোটিশে অন্তর্ভুক্ত করবেন।

দাবি মানা হলে একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।