ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এ সপ্তাহেই জবিতে নতুন উপাচার্য নিয়োগ!

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মে ২৯, ২০২১
এ সপ্তাহেই জবিতে নতুন উপাচার্য নিয়োগ! ...

ঢাকা: চলতি বছরের মার্চ মাসের ১৯ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য পদ শুন্য হয়। এখন পর্যন্ত নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি এই পদে।

বর্তমানে রুটিন দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ। সম্প্রতি উপাচায়ের পদ শুন্য থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে খোঁজ খবর নিয়ে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে তিন জন শিক্ষকের নাম প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এই শিক্ষকদের মধ্যে সবার উপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়র উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক। এরপরে আছেন ঢাবির জিওলোজি বিভাগের অ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার এবং জবির ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলোজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তারকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছে সরকার। সে ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক।  

এদিকে জবি ট্রেজারার ড. কামাল উদ্দিনও শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন। রাষ্ট্রপতি দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত ঘনিষ্ট আত্মীয়দের দ্বারা চেষ্টা চালাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থি নীল দলের (একাংশ) সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, এ সপ্তাহে নতুন উপাচার্য নিয়োগ হবে জেনেছি। তবে কে হবেন তা জানি না।

নীল দলের (অপর অংশের) সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বলেন, আমরা শুনছি নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে। তবে এ বিষয়ে কিছু জানি না।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুলাহ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক আছেন যারা উপাচার্য হওয়ার যোগ্যতা রাখেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ উপাচার্য ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৯ মার্চ। তখন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি ছিল রাজধানীর এই বিশ্ববিদ্যালয়টিতে নিজেদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রেড-১ পদমর্যাদায় আছেন ২৬ জন অধ্যাপকসহ ১০৫ জন। তাদের মধ্যে অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে এসেছেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ২৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।