ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ৩১, ২০২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদান 

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান যোগদান করেছেন।  

সোমবার (৩১ মে) গাজীপুর মূল ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত উপাচার্য।

 

এ সময় উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন সামনে রেখে আমাদের পথ চলতে হবে। বর্তমান সময়ে আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। এই কঠিন সময়েও বাংলাদেশ অর্থনীতির দিক থেকে অনেক শক্তিশালী পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাবতে হবে। তারা পরীক্ষা দিতে চায়। ক্লাসরুমে যেতে চায়। পড়াশোনা চালিয়ে যেতে চায়। অনলাইন-অফলাইন যেকোনো মাধ্যমেই আমাদেরকে শিক্ষাকার্যক্রম চালিয়ে যেতে হবে।  

তিনি বলেন, সব প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাবো। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে শিক্ষার আধুনিকায়ন ও দেশ গড়ার অগ্রসরমান চিন্তা নিয়েই কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। আমাদের মূল জায়গা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ। এই ভিতের উপর দাঁড়িয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য ধানমন্ডির ৩২ নম্বরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপাচার্যের সঙ্গে ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩, মে ৩১, ২০২১
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।