ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদে বাড়ি না ফেরার পরামর্শ ঢাবি প্রশাসনের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
ঈদে বাড়ি না ফেরার পরামর্শ ঢাবি প্রশাসনের

ঢাকা বিশ্ববিদ্যালয়: কঠোর লকডাউন ও করোনা ঝুঁকি বেড়ে যাওয়ায় আসন্ন ঈদে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের বাড়িতে না ফেরার পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আটকে পড়া শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেও ঢাবি কর্তৃপক্ষ এখনো সেরকম সিদ্ধান্ত নেয়নি।

 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, আমরা লকডাউনের মধ্যে শিক্ষার্থীদের ঢাকায় থাকার পরামর্শ দিব। কারণ দেশের সব প্রান্তে করোনা সংক্রমণ বেড়েছে। এ অবস্থায শিক্ষার্থীদের বাড়ি যেতে আমরা নিরুৎসাহিত করব।  

বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যবস্থা করার কোন পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন পরিকল্পনা নেই।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।