ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি পরীক্ষা নিয়ে এ মুহূর্তে সিদ্ধান্ত নেই: শিক্ষামন্ত্রী  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
জেএসসি পরীক্ষা নিয়ে এ মুহূর্তে সিদ্ধান্ত নেই: শিক্ষামন্ত্রী  

ঢাকা: চলতি বছরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
 
এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানিয়েছেন।


 
পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাসে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি পরীক্ষা নিয়ে এ মুহূর্তে সিদ্ধান্ত নেই। আমরা পরে জানাব।
 
করোনা পরিস্থিতির কারণে গত বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হয়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পন্ন করেছে। এ কারণে জেএসসি-জেডিসির সনদপত্রেও জিপিএ উল্লেখ ছিল না।
 
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।