ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের আইডি কার্ডের সফট কপি দিচ্ছে জবি

জবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
শিক্ষার্থীদের আইডি কার্ডের সফট কপি দিচ্ছে জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

জবি: শিক্ষার্থীদের আইডি কার্ডের সফট কপি দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি)। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে আইডি কার্ডের এ কপি সংগ্রহ করতে পারবেন স্নাতক শ্রেণির নিয়মিত শিক্ষার্থীরা।

 

এ ক্ষেত্রে ওয়েবসাইটে স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে আইডি কার্ড ডাউনলোড (সফট কপি) অপশনে ক্লিক করতে হবে।

সোমবার (২ আগস্ট) জবির ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শ্রেণির নিয়মিত সব শিক্ষার্থী ওয়েবসাইটে (www.jnu.ac.bd)-এ স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, আমাদের বেশ কিছু শিক্ষার্থীদ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। তবে এনআইডির আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড লাগবে। কিন্তু ১৫ ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নেই। এছাড়াও অনেক শিক্ষার্থী আইডি কার্ড হারিয়ে নতুন করে করার আবেদন করেছেন। তাই এখন শিক্ষার্থীরা এনআইডির আবেদন করতে গেলে ওয়েবসাইট থেকে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করে সেটি প্রিন্ট দিয়ে অন্যান্য কাগজপত্রের সঙ্গে জমা দিতে পারবেন।

তিনি আরও বলেন, জবির শিক্ষার্থীরা আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র দিয়ে এনআইডির জন্য আবেদন করলে অগ্রাধিকার পাবেন। এ বিষয়ে ইতোমধ্যেই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছে। ইসির প্রতিটি কার্যালয়েই এই নির্দেশনা দেওয়া আছে।

এরে আগে গত ১৩ জুলাই জবির যেসব শিক্ষার্থীর এনআইডি নেই তাদের http://services.nidw.gov.bd/new_voter ওয়েব লিংকে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে পূরণকৃত ফরমটি পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করে বিশ্ববিদ্যালয়ের আইডি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ এনআইডির আবেদনপত্র উপজেলা-থানা নির্বাচন কার্যালয়ে জমা দিয়ে এনআইডি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।