ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির আবাসিক হলে চুরি

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
ইবির আবাসিক হলে চুরি ছবি: কেন্দ্রীয় অডিটোরিয়াম

ইবি: আবারো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে চুরির ঘটনা ঘটেছে। করোনাকালে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল, শেখ রাসেল হল, জিয়া হলের পর এবার খালেদা জিয়া হলে তালা ভেঙে চুরির অভিযোগ পাওয়া গেছে।


 
শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় হলের ৯ কক্ষের তালা ভাঙা পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।

তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কি চুরি হয়েছে সেসব সম্পর্কে জানা যায়নি। চুরির বিষয় নিশ্চিত হতে সরেজমিনে যেয়ে দেখবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন।

আনসার সদস্যদের ভাষ্যমতে, বাথরুমের তালা ভেঙে খালেদা জিয়া হলের চোর ভেতের প্রবেশ করে। হলের প্রায় নয়টি রুমের তালা ভাঙা। ধারণা করা হচ্ছে তালা ভেঙে চুরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি অবগত হয়েছি। রোববার সরেজমিনে যেয়ে দেখব চুরি হয়েছে কিনা। পেছনের ভেন্টিলেটর ভেঙে চোর হলের ভেতরে প্রবেশ করতে পারে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।