ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্দোলন ছাড়াই শিক্ষকদের অনেক দাবি পূরণ হয়েছে: শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
আন্দোলন ছাড়াই শিক্ষকদের অনেক দাবি পূরণ হয়েছে: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা সমাজের সবচেয়ে সম্মানিত শ্রেণির।

বর্তমান সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কোনো প্রকার আন্দোলন ছাড়াই শিক্ষকদের অনেক দাবি আওয়ামী লীগ সরকার পূরণ করেছে। পর্যায়ক্রমে শিক্ষকদের সকল সমস্যার সমাধান করা হবে।

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষক সমাজের করণীয় শীর্ষক অনলাইন আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী এবং বিশেষ অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান অংশ নেন।
 
সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর সাজিদুল ইসলাম, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।  

শিক্ষামন্ত্রী বলেন, ঘাতকরা ব্যক্তি মুজিবকে হত্যা করতে পেরেছে। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাঙালি জাতিকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রেরণা আজও যুগিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি অপশক্তি ও একাত্তরের পরাজিত শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিলো, তারাই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ  বাস্তবে রূপ নিচ্ছে।  

সভায় অন্যন্য বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম, আদর্শ ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। বক্তব্যে শিক্ষক নেতারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষক সমাজ কাজ করে যাবে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন।  

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু, তার পরিবারের অন্য সদস্যসহ সেদিন শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মো. নুর বখত।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমআইএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।