ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে উপাচার্য অবরুদ্ধ, সমস্যা সমাধা‌নে চল‌ছে আ‌লোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
বশেমুরবিপ্রবিতে উপাচার্য অবরুদ্ধ, সমস্যা সমাধা‌নে চল‌ছে আ‌লোচনা ...

ঢাকা: চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন ভাতার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ব‌শেমুর‌বিপ্র‌বি) উপাচার্য ড. একিউএম মাহবুবকে অবরুদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী কর্মচারীরা।  

বৃহস্প‌তিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত সমস্যা সমাধা‌নে বিশ্ব‌বিদ্যালয় প্রশাসন, কর্মকর্তা ও কর্মচারী প্রতি‌নি‌ধিরা আ‌লোচনায় ব‌সে‌ছেন।

দুপুর থেকে উপাচার্য দপ্তরে তালা দি‌য়ে দপ্তরের ভেতরে অবস্থান নেয় প্রায় অর্ধশতাধিক কর্মচারী।

আন্দোলনরত অস্থায়ী কর্মচারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। এখন তা‌দের এতোটাই দুরবস্থা যে এখন তারা পরিবারের সদস্যদের তিনবেলা খাবারের ব্যবস্থাও করতে পারছেন না।

তারা আরো ব‌লেন, একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো সমাধান হয়নি। এমন কি তারা দশ সদস্যের একটি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গেলেও তারা জানিয়েছেন এই কর্মচারী নিয়োগের ক্ষমতা উপাচার্যের রয়েছে।

আন্দোলনরত কর্মচারীরা আরো ব‌লেন, এর আগেও আমরা একবার উপাচার্যকে অবরুদ্ধ করেছিলাম। ওইসময় সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে আমরা অবরোধ তুলে নিয়েছিলাম কিন্তু এবার তা‌দের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থােনেই থাকবেন।

এ বিষয়ে উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, এই কর্মচারীদের যে উপায়ে নিয়োগ দেওয়া হয়েছে সেটি বৈধ নয়। আর বিশ্ববিদ্যালয়ে কত সংখ্যক নতুন কর্মচারী নিয়োগ দেওয়া যাবে সেটি ইউজিসির মাধ্যমেই নির্ধারিত হয়। আমরা বিষয়টি ইউজিসিকে জানিয়েছি।

এছাড়া, তিন দফা দাবিতে দ্বিতীয় দি‌নের মত কলম বির‌তি পালন কর‌ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অ‌ফিসার্স অ্যাসো‌সি‌য়েশন। আইন না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া, দীর্ঘ দিন ডিউ হওয়ার পরেও আপগ্রেডেশন বোর্ড না করা এবং ডিউ ডেট বাস্তবায়ন না হওয়ায়- এই তিনটি কারণে বুধবার কলম বিরতি ঘোষণা করে কর্মকর্তাদের সংগঠনটি।

এদিকে, এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই মুহুর্তে কোনো পুলিশি অ্যাকশনে যাওয়া হচ্ছে না, সর্বোচ্চ চেষ্টা করা হবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।