ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি খুলবে রোডম্যাপ অনুযায়ী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
ঢাবি খুলবে রোডম্যাপ অনুযায়ী

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল প্রভোস্ট কমিটির রোডম্যাপ অনুযায়ী খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

শুক্রবার (৩ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়ে খুলতে পারে আভাস দিলে বাংলানিউজের পক্ষ থেকে ঢাবির সিদ্ধান্ত জানতে চাইলে তিনি এ কথা জানান।

 

ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ই প্রথম আবাসিক হল খোলার জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। আমরা সে অনুযায়ী আগাবো। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য ও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী ১ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।