ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা, রোববার চলবে সিল্কসিটি এক্সপ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
রাবির ভর্তি পরীক্ষা, রোববার চলবে সিল্কসিটি এক্সপ্রেস

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য রোববার (০৩ অক্টোবর) আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে অফ-ডে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়৷

পোস্টটিতে যাত্রীদের টিকিটের জন্য কাউন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে৷

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ০৪ অক্টোবর শুরু হবে৷ শেষ হবে ০৬ অক্টোবর।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৪ অক্টোবর ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ০৫ অক্টোবর (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের এবং ০৬ অক্টোবর ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
ডিএন/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।