ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষায় শাবিপ্রবিতে উপস্থিতি ৬৭%

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষায় শাবিপ্রবিতে উপস্থিতি ৬৭%

শাবিপ্রবি (সিলেট): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদে ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা শনিবার (৯ অক্টোবর) সম্পন্ন হয়েছে।

এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে ২৬১ জন শিক্ষার্থীর মধ্যে ১৭৫ জন উপস্থিত ছিলেন।

পরীক্ষায় উপস্থিতির হার ৬৭ শতাংশ, অনুপস্থিতি ৩৩ শতাংশ।

শনিবার দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ‘চ’ ইউনিট ভর্তি কমিটির সভাপতি ও স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ।

ড. মুশতাক আহমদ বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঢাবির ‘চ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ২৬১ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৭৫ জন, অনুপস্থিত ৮৬ জন। এতে উপস্থিতির হার ছিল ৬৭ শতাংশ, অনুপস্থিত ৩৩ শতাংশ।

বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একযোগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ‘সি’ এর কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১ অক্টোবর ‘ক’ ইউনিট এবং ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ক’ ইউনিটে ২ হাজার ৫৫৬ জন এবং ‘খ’ ইউনিটে ৭৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

আগামী ২২ অক্টোবর ‘গ’ ইউনিটে ৪২৮ জন, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটে ২ হাজার ১৮৩ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।