ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রবি-টেন মিনিট স্কুলে পরীক্ষার প্রস্তুতি কোর্স

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
রবি-টেন মিনিট স্কুলে পরীক্ষার প্রস্তুতি কোর্স

ঢাকা: ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এক্সক্লুসিভ পরীক্ষার প্রস্তুতি কোর্স চালু করেছে দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল।

বিভিন্ন টিপস, পরীক্ষার কৌশল এবং যোগ্য প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশনা নিয়ে শিক্ষার্থীদের শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ তৈরি করতে অনলাইন কোর্সটি তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় রবি।

অনলাইন কোর্সের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন লেকচারে যোগ দিতে পারবেন এবং প্রতিটি লেকচারের বিপরীতে পিডিএফ নোট ব্যবহারের সুযোগ পাবেন।

একইসঙ্গে শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন মক পরীক্ষায় দিতে পারবেন। ইতোমধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হয়েছেন।

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা সৃষ্টি হয়েছে। রবি-টেন মিনিট স্কুল বিশ্বাস করে, এই শিক্ষার্থীবান্ধব অনলাইন কোর্সটি শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক জীবনে ফিরে আসতে সাহায্য করবে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এমআইএইচ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।