ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোলন ক্যান্সারের কাছে হেরে গেলেন সিনথিয়া 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
কোলন ক্যান্সারের কাছে হেরে গেলেন সিনথিয়া  সাবিকুননাহার সিনথিয়া

শাবিপ্রবি (সিলেট):  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রী সাবিকুননাহার সিনথিয়া আর নেই। দুরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

 

সিনথিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

শনিবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।  

এর আগে শুক্রবার দিনগত রাত পৌনে ১টায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

সিনথিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলা বিভাগ। এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।