ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চতুর্থ শিল্প বিপ্লবে বাড়তে পারে বেকারত্ব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
চতুর্থ শিল্প বিপ্লবে বাড়তে পারে বেকারত্ব বক্তব্য রাখছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

খুলনা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক কর্মশালা। শনিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী খুবির আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে হবে। তরুণ প্রজন্মকে গবেষণায় আকৃষ্ট করতে হবে। মানুষের জীবনকে সুন্দর ও সহজ করতে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই।

দেশের সম্পদ সীমিত, তাই উন্নয়ন পরিকল্পনায় ভুল করার সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দিতে হবে। দেশে প্রযুক্তি শিক্ষার বিস্তার এবং চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভালো অবস্থানে যেতে এ ধরনের কর্মশালা সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, চতুর্থ  শিল্প বিপ্লব হলো আধুনিক প্রযুক্তির বিপ্লব। এই বিপ্লবে চলমান অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃষি, গার্মেন্টস, চামড়া, ফার্নিচার ও পর্যটন খাতে বেকারত্ব সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাজেই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ভূমিকা রাখার আহ্বান জানান খুবি উপাচার্য।

অতিথিদের সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারী নয়টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক-গবেষক ও কর্মকর্তারা।

কর্মশালায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. মাহবুবুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, খুবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও এপিএর ফোকাল পয়েন্ট গোলাম দস্তগীরের সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের প্রফেসর ড. কাজী মুহাইমিন উস সাকিব।

এছাড়াও কর্মশালায় ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও ইনোভেশন অফিসার মাকছুদুর রহমান ভূঁইয়া, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ, সিনিয়র সহকারী পরিচালক ও সিটিজেন চার্টারের ফোকাল পয়েন্ট ইউসুফ আলী, ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট রবিউল ইসলাম এবং সহকারী পরিচালক ও তথ্য অধিকারের ফোকাল পয়েন্ট ইমরান হোসেন অংশ নেন।

কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন জোরদারে ইউজিসি এ কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমআরএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।