ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে ক্লাস শুরু, ক্যাম্পাসে ফিরেছে প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
খুবিতে ক্লাস শুরু, ক্যাম্পাসে ফিরেছে প্রাণ

 খুলনা: করোনার কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে।  

শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

বহুদিন পর সহপাঠী বন্ধু-বান্ধবদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছেন তারা। সুনসান নীরবতার ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে প্রাণের উচ্ছ্বাস।

রোববার (৩১ অক্টোবর) সকাল ৯টায় সশরীরে সব বর্ষের দ্বিতীয় টার্মের রিভিউ ক্লাস শুরু হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। ওই দিন সকাল ৯টা থেকেই মাস্টার্স ও স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে ওঠেন। এ ছাড়া ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে আসেন।
কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড দেখিয়ে হলে উঠেছেন। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাস খুলে দেওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

পদচারণায় দেড় বছরের বেশি সময় পর ক্লাস, আড্ডা, শিক্ষার্থীদের হৈ-হুল্লোড়ে যেন প্রাণ ফিরল ক্যাম্পাসে। শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষকরাও খুশি।

এতোদিন পর বন্ধুদের কাছে পেয়ে সেকি উচ্ছ্বাস! মোবাইল ফোনে বন্ধুদের সঙ্গে হাজারো কথা হলেও সামনা-সামনি দেখার অনুভূতিই অন্য রকম। আর তাই ক্লাসের ফাঁকে ফাঁকে কথা যেন ফুরাতেই চাইছে না। জমে থাকা কথার ডালি খুলে বসেছেন সবাই।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বাংলানিউজকে জানান, খুবিতে সব বর্ষের দ্বিতীয় টার্মের রিভিউ ক্লাস রোববার শুরু হয়েছে। ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রথম ক্লাস আমি নিয়েছি। প্রায় ৯৫ ভাগ শিক্ষার্থী উপস্থিত হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমআরএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।