ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিষ্ঠার ১৬ বছর পর জবিতে চালু হচ্ছে ডিনস অ্যাওয়ার্ড

মহিউদ্দিন রিফাত, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
প্রতিষ্ঠার ১৬ বছর পর জবিতে চালু হচ্ছে ডিনস অ্যাওয়ার্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): প্রতিষ্ঠার ১৬ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য অনুষদ ভিত্তিক সেরা ফলাফলের সর্বোচ্চ পুরস্কার ডিনস অ্যাওয়ার্ড  চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনদের নিয়ে একটি ডিনস ফোরাম গঠন করা হয়েছে।

বিভিন্ন সময়ে শিক্ষক শিক্ষার্থীরা এই অ্যাওয়ার্ড চালু করার দাবি জানিয়ে এসেছে। কিন্তু সাবেক উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান শিক্ষক শিক্ষার্থীদের এ দাবির রাখেননি। বিভিন্ন ক্ষেত্রে নিজের একক সিদ্ধান্তেই পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয়। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক উপাচার্য হিসেবে যোগদান করেই বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার মান বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। সেই অনুযায়ী বিভিন্ন বিভাগে ল্যাবরেটরি স্থাপনসহ গবেষণায় বাজেট বাড়িয়েছেন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য চালু করা হচ্ছে ডিনস অ্যাওয়ার্ড।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি শিক্ষার্থীদের প্রতিভা ও মেধাকে ফুটিয়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে আগ্রহ তৈরি করার লক্ষ্যেই ডিনস অ্যাওয়ার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও প্রতিযোগিতা সৃষ্টি হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বাংলানিউজকে বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আর পড়াশোনায় শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করার জন্য ডিনস অ্যাওয়ার্ড চালু করার পরিকল্পনা করেছি। এজন্য ডিনস ফোরাম গঠন করেছি। চলমান সেমিস্টার পরীক্ষা শেষে বিষয়টির পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

ডিনস ফোরামের সদস্যরা জানান, ডিনস ফোরামের প্রথম বৈঠকে অ্যাওয়ার্ডটির নিয়মকানুন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রচলিত না থাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এর নিয়মকানুন ও সংশ্লিষ্ট বিষয় সংগ্রহ করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা। নিয়মকানুন,গঠনতন্ত্র ও ক্যাটাগরি প্রণয়ন শেষে অ্যাওয়ার্ডটি চালু সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে. এম মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন,ডিনস অ্যাওয়ার্ড চালুর জন্য একটি ডিনস ফোরাম গঠন করা হয়েছে। কীভাবে এটি চালু করা যায় সেই নীতিমালাগুলো  অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহের চেষ্টা চলছে। ডিনস অ্যাওয়ার্ড চালু হলে শিক্ষার্থীদের মধ্যে ভালো করার আগ্রহ ও পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক  ড.অরুণ কুমার গোস্বামী বাংলানিউজকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড চালু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে একটি ডিনস ফোরামও গঠন করা হয়েছে। এটি খুব দরকার। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়। অন্যান্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতেও ডিনস অ্যাওয়ার্ড চালু রয়েছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্যও এটি চালু করা উচিত।

ডিনস অ্যাওর্য়াড হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন র্কতৃক প্রদত্ত সর্বোচ্চ মেধাভত্তিকি পুরস্কার। সাধারণত নিজ নিজ বিভাগে যারা খুব ভালো ফল করেন তারাই পুরস্কারটি পান।  


বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫,২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।