ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭ কলেজের দুই ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
৭ কলেজের দুই ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করছেন ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাবির প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেন মোট ৩০ হাজার ৮২৮ জন। সাত কলেজে ১১ হাজার ৯০৫টি সিটের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ২১ হাজার ১৩২ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে পাস করেছেন ১৪ হাজার ৩৮২ জন। শতকরা হিসেবে পাস করেছে ৬৭ দশমিক ৯ ভাগ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন রাজধানীর দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম (মেধা স্কোর ১০৭)। দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মো. আবু কাউসার (মেধা স্কোর ১০৬)। তৃতীয় হয়েছেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন (মেধা স্কোর ১০৫.৯৪)।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট-  https://cutt.ly/wEjvGJE এ লগইন করে  ফল দেখতে পারবেন।

এছাড়াও রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU CHM <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসকেবি/এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।