ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচন ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচন করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ মোড়ক উন্মোচন করা হয়।

 

বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, ইউএসএআইডির বাংলাদেশের অ্যাক্টিং মিশন ডাইরেক্টর ব্যারি টি গিল, পরিকল্পনা অধিদপ্তরের এনডিসি মহাপরিচালক (গ্রেড ১) সাহান আরা বানু।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব নীতিশ চন্দ্র সরকার।  

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচনের মাধ্যমে টেকসই স্বাস্থ্য উন্নয়নের অগ্রযাত্রা শুরু হবে বলে মত প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
আরকেআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।