ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিতে পরীক্ষা চালু থাকবে, ক্লাস অনলাইনে

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
ইবিতে পরীক্ষা চালু থাকবে, ক্লাস অনলাইনে ইবিতে পরীক্ষা চালু থাকবে, ক্লাস অনলাইনে

ইবি: কোভিড-১৯ বিস্তাররোধে সরকারি নির্দেশনা আসায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। অনলাইনে বিভাগগুলো ক্লাস নিবে।

একইসঙ্গে হল খোলা রেখে চলমান/ঘোষিত পরীক্ষাগুলো সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  

শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক জরুরি মিটিং শেষে এ সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ। মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।  

প্রজ্ঞাপনে উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ (সশরীরে) বন্ধ থাকবে। তবে অনলাইনে যথারীতি ক্লাস চলবে। পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলমান/ঘোষিত পরীক্ষাসমূহ ও অফিস যথারীতি চালু থাকবে। হলসমূহ খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ভর্তির কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।