ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

অনার্স পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসল করলেন ববি শিক্ষার্থী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
অনার্স পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসল করলেন ববি শিক্ষার্থী 

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র স্নাতক (অনার্স) পরীক্ষা শেষ করে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দুধ দিয়ে গোসল করেন এই শিক্ষার্থী।

গণিত বিভাগে অধ্যয়নরত (২০১৬-১৭ সেশন)-এর ওই শিক্ষার্থীর নাম মো.আসাদ রেজা অনিক।  

বুধবার (০৬ এপ্রিল) স্নাতক ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পর দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সন্ধ্যায় তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহুর্তেই তা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তিনি তার ফেসবুক ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া! পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসলের মাধ্যমে অর্নাস শেষ করলাম৷ স্মৃতি হয়ে থাকবে৷ 

শিক্ষার্থীর কাছে উক্ত বিষয়ে জানতে চাইলে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি৷

বাংলা‌দেশ সময়: ০০২২ ঘন্টা, এ‌প্রিল ০৭, ২০২২
এমএস/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।