ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিতে ফিল্ম সোসাইটির সভাপতি রিফাত, সা. সম্পাদক ইমরুল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
শাবিতে ফিল্ম সোসাইটির সভাপতি রিফাত, সা. সম্পাদক ইমরুল

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলচ্চিত্র বিষয়ক শর্ট ফিল্ম সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের হুমায়ুন কবীর রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. ইমরুল হাসান মনোনীত হয়েছেন।

শুক্রবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ‘ডি’র ২০১২ নম্বর কক্ষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক শরীফা ইয়াসমিন, আইআইসিটির সহকারী অধ্যাপক সামীর মাহমুদ, ১৮তম কার্যনির্বাহী কমিটির সভাপতি ফাহিম আল হৃদয়, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহরিয়ার মানিক আকাশ ও মো. মাহিন শাহরিয়ার, সহ-সাধারণ সম্পাদক আরমান রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বায়জিদ আহম্মেদ, কোষাধ্যক্ষ সাবরিনা মমতা, সহ-কোষাধ্যক্ষ ইসরাত জাহান, প্রোডাকশন সম্পাদক ইমতিয়াজ হোসাইন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অলক নন্দন, ওয়ার্কশপ অ্যান্ড স্টাডি সার্কেল সম্পাদক প্রবাল বড়ুয়া, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক আরজু বিন নাসির, স্ক্রিনিং অ্যান্ড ফেস্টিভ্যাল সম্পাদক আরিফুল ইসলাম শিশির।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নুসরাত জাহান ইমা, মো. নাইম শাকিল ও সাকিব মিয়া মনোনীত হয়েছেন। এছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন হৃদয় আহমেদ ও আকরাম হোসাইন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ০৮ এপ্রিল, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।