ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের ঈদ উপহার বিতরণ

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব ধানমন্ডি এলাকায় গরীব ও দুস্থ মানুষদের মধ্যে শনিবার (২৩ এপ্রিল) ঈদ উপহার বিতরণ করেছে।  

সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়া এবং তাদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্যই ছিল ক্লাবটির এ আয়োজন।

এতে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী। ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের নির্বাহী ও অন্যান্য সদস্যরা।

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব নিয়মিত সামাজিক সহযোগিতা ও সমাজউন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বিভিন্ন সামাজিক দুর্যোগেও এই ক্লাবের সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।