ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ছুটি শেষে শাবিপ্রবি খুলছে বুধবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মে ১০, ২০২২
ছুটি শেষে শাবিপ্রবি খুলছে বুধবার

শাবিপ্রবি (সিলেট): পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে বুধবার (১১ মে) খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এরআগে গত ১৮ এপ্রিল থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত ২৩ দিন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ মে) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি বলেন, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে গত ১৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়, তা মঙ্গলবার (১০ মে) শেষ হচ্ছে। এতে আগামীকাল বুধবার (১১ মে) থেকে যথারীতিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মে ১০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।